দুর্গাপুর: চন্ডীগড় থেকে পালিয়ে এসে মাদক পাচারে অভিযুক্ত গা-ঢাকা দিয়েছিল কাঁকসায়। শনিবার রাতে কাঁকসা পুলিশকে সঙ্গে নিয়ে তাকে চন্ডীগড় পুলিশ গ্রেফতার করল। রবিবার দুর্গাপুর আদালতে তোলা হলে বিচারক তিন দিনের ট্রানজিট রিম্যান্ডের নির্দেশ দেন। তাকে নিয়ে চন্ডীগড় রওনা দিয়েছে সেখানকার পুলিশ।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
চন্ডীগড় পুলিশ সূত্রে খবর, ২০২০ সালে ৩ কুইন্টাল ৬০ কেজি মাদক পাচারের দায়ে জলন্ধর জেলার লুইহা পুলিশের হাতে গ্রেফতার হয় তিনজন। ওই মাদকের বাজার মূল্য আনুমানিক সাড়ে ১৮ লক্ষ টাকা। তাদের মধ্যে চরণজিৎ সিং নামের এক দুষ্কৃতী পালিয়ে যায়। তদন্তে নামে পুলিশ। চরণজিতের বিরুদ্ধে চন্ডিগড়ের হুশিয়ারপুর জেলার গড়শঙ্কা থানাতেও মাদক পাচারের একটি অভিযোগ হয়। গড়শঙ্কা থানার পুলিশ গোপন সূত্রে খবর পায়, সে চন্ডীগড় ছেড়ে পশ্চিমবঙ্গের কাঁকসা থানা এলাকায় গা ঢাকা দিয়েছে। শেষ পর্যন্ত শনিবার তাকে গ্রেফতার করে চন্ডীগড় পুলিশ। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।