দুর্গাপুরে বিজনেস অ্যানালিটিক্স বিষয়ক গুরুত্বপূর্ণ AICTE-ATAL ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট প্রোগ্রাম করল BCR-APC

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

 

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ৩০ জুলাই ২০২৪: বিজনেস অ্যানালিটিক্সের উদীয়মান প্রবণতা নিয়ে AICTE-ATAL ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট প্রোগ্রামের আয়োজন করল দুর্গাপুরের Dr. B. C. Roy Academy of Professional Courses (BCR-APC)। বিগ ডেটা প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে ব্যবসায় সিদ্ধান্ত গ্রহণের জন্য আর অনুমানভিত্তিক পরিস্থিতির উপর নির্ভর করতে হয় না, সরাসরি বাস্তব-সময়ের ডেটার উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তৈরি হয়েছে। যে কোনও ব্যবসায় বিগ ডেটা প্রযুক্তি এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে।

গত ২২-২৭ জুলাই Dr. B. C. Roy Academy of Professional Courses এর Business Administration বিভাগ ‘Emerging Trends in Business Analytics for Data-Driven Decision Making’ শীর্ষক AICTE-ATAL ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট প্রোগ্রামের আয়োজন করেছিল। সারা রাজ্য থেকে AICTE অনুমোদিত প্রতিষ্ঠানগুলি থেকে প্রায় ৩৮ জন ফ্যাকাল্টি এই কর্মসূচীতে যোগ দেন। ডিএসএমএস, মাইকেল মধুসূদন মেমোরিয়াল কলেজ, এমআইডি, এআইএমএস, Dr .B.C.Roy Pharmacy college, Dr. B.C.Roy Polytechnic প্রভৃতি কলেজের ফ্যাকাল্টিরা এসেছিলেন। বিজনেস অ্যানালেটিক্সের উপর সমসাময়িক গবেষণা, অগ্রগতি এবং প্রয়োগ সম্পর্কে অবগত হন তাঁরা। গত ২২ জুলাই কর্মসূচীর সূচনা করেন Dr.B.C.Roy Academy of Professional Courses এর অধ্যক্ষ ড. রাজীব রায়। রিসোর্স পার্সেন হিসাবে উপস্থিত ছিলেন দেশের সেরা ১০ শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। আইআইটি খড়গপুরের Humanities and Social Sciences বিভাগের অধ্যাপক ড. কৈলাশ বিহারী লাল শ্রীবাস্তব তাঁর উদ্বোধনী বক্তব্যে বলেন, “প্রতিদ্বন্দ্বী সংস্থাকে কুপোকাত করে নিজেদের ব্যবসার অগ্রগতির জন্য প্রয়োজনীয় তথ্য ও বিশ্লেষণের জন্য বর্তমানে বিজনেস অ্যানালিটিক্সের উপরে ভরসা ক্রমশ বাড়ছে বিভিন্ন সংস্থার। ব্যবসায় সঠিক সিদ্ধান্ত গ্রহণের জন্য তাই বিজনেস অ্যানালিটিক্সের সর্বশেষ অগ্রগতি ও গবেষণা সম্পর্কে অবহিত থাকতে হবে।” এনআইটি দুর্গাপুরের অধ্যাপক ড. গৌতম বন্দ্যোপাধ্যায় বলেন, “এই ধরণের ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট প্রোগ্রামের মাধ্যমে অংশগ্রহণকারীরা বিভিন্ন ব্যবসায়িক সমস্যা বিশ্লেষণের জন্য বিভিন্ন অ্যানালিটিক্যাল টুলস ও সফ্টওয়্যার ব্যবহারে দক্ষতা অর্জন করতে সক্ষম হবেন।”

অনুষ্ঠানে বক্তা হিসাবে উপস্থিত ছিলেন Indian Statistical Institute এর অধ্যাপক (HAG) ড. দেবাশিস সেনগুপ্ত, এনআইটি দুর্গাপুরের Management Studies বিভাগের অধ্যাপক ড. গৌতম বন্দ্যোপাধ্যায়, বিশ্বভারতীর Statistics বিভাগের প্রধান অধ্যাপক সুধাংশু শেখর মাইতি, কলকাতা বিশ্ববিদ্যালয়ের Statistics বিভাগের প্রধান ড. গৌরাঙ্গদেব চট্টোপাধ্যায়, IISWBM-Kolkata এর অধ্যাপক মধুমিতা মহান্তি,  LCERI এর সাম্মানিক ডিরেক্টর তথা কলকাতার St. Xavier’s University এর Xavier’ Business School এর অধ্যাপক ও প্রাক্তন ডিন ড. সোমা সুর, এনআইটি দুর্গাপুরের Management Studies বিভাগের প্রধান অ্যাসোসিয়েট অধ্যাপক ড. কৌশিক মন্ডল, কলকাতার St Xavier’s College এর  Statistics বিভাগের অ্যাসোসিয়েট অধ্যাপক ড. সুরূপা চক্রবর্তী রায় ও কলকাতার Bank of India এর Staff Training College এর ফ্যাকাল্টি সুভাষ কর্মকার। পুরো অনুষ্ঠান সুচারু ভাবে পরিচালনা করেন ড. সুজাতা ব্যানার্জি ও ড. সায়ন গুপ্ত। (বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!