সিআরপিএফ জওয়ানকে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দেওয়া হচ্ছে না! দুর্গাপুরে বিতর্কে চরমে

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: ছেলে সিআরপিএফ জওয়ান। তার অফিসের কাজে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট চাই। বিজেপি করায় সেই সার্টিফিকেট পেতে নাজেহাল হতে হচ্ছে বলে অভিযোগ তুলেছেন বাবা। পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের পরমেশ্বর সিং এর হয়ে এমন অভিযোগ নিয়ে ফেসবুকে সরব হয়েছেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই। অভিযোগের তির দুর্গাপুর নগর নিগমের প্রশাসকমণ্ডলীর ভাইস চেয়ারম্যান অমিতাভ বন্দ্যোপাধ্যায়ের দিকে। অভিযোগ অস্বীকার করেছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।
জানা গিয়েছে, ভিন রাজ্যে সিআরপিএফ বাহিনীতে কর্মরত রয়েছে পরমেশ্বর সিং এর ছেলে আলাক্ষা সিং। ডিপার্টমেন্টাল প্রয়োজনে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট চাই তার। পরমেশ্বর সিং জানান, তিনি সার্টিফিকেটের জন্য গিয়েছিলেন ৫ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলার অমিতাভ বন্দ্যোপাধ্যায়ের কাছে। তাঁর অভিযোগ, নানা অছিলায় তাঁকে বার বার ঘুরিয়ে দেওয়া হয়। ছেলে কী কাজ করেন তা জানিয়েও লাভ হয়নি।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
শেষে তিনি দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘোড়ুইয়ের বাড়িতে যান। বিজেপি বিধায়ক তাঁকে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দেন। বিজেপি করায় পরমেশ্বর সিংকে ছেলের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিতে হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ তুলে তিনি পরমেশ্বর সিং এর সঙ্গে কথাবার্তার ফুটেজ সহ ফেসবুকে পোস্ট করেন। তা ট্যাগ করেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। ভাইরাল হয়ে যায় সেই পোস্ট। বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘোড়ুইয়ের অভিযোগ, ওই সেনা জওয়ানের পরিবার বিজেপি সমর্থক। এটাই অপরাধ। যার জন্য হেনস্থার শিকার হতে হচ্ছে। অভিযোগ উড়িয়ে দিয়ে অমিতাভ বন্দ্যোপাধ্যায় বলেন, “মিথ্যা অভিযোগ। বিজেপি বিধায়ক নোংরামো করছেন। এর ফল ফল ভাল হবে না।” ( বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )

