অঙ্গনওয়াড়ির খিচুড়িতে কেন্নো ! ধুন্ধুমার দুর্গাপুরের জেমুয়ায়

অঙ্গনওয়াড়ির খিচুড়িতে কেন্নো ! ধুন্ধুমার দুর্গাপুরের জেমুয়ায়
WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর: অঙ্গনওয়াড়ির খিচুড়িতে কেন্নো ! ধুন্ধুমার দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার জেমুয়ায়। শিশুর পাতে কেন্নো সমেত সেই খাবার পড়তেই ক্ষোভে ফেটে পড়লেন স্থানীয়রা। জেমুয়া গ্রাম পঞ্চায়েতের ডাঙ্গাপাড়া এলাকার ১৭০নং অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ঘটনা।

ওই কেন্দ্র থেকে খাবার পায় ১০০ এর বেশি শিশু এবং গর্ভবতী মহিলা। এলাকাবাসীর অভিযোগ, শিশুদের আর গর্ভবতী মায়েদের জন্য বরাদ্দ পুষ্টিকর খাদ্য সঠিকভাবে রান্না হয় না। শুক্রবার সকালে এক শিশুর পাতে খিচুড়ি আর ডিমের সাথে কেন্নো পড়ে। অঙ্গনওয়ারি কেন্দ্রের সহকারির কাজে অবহেলার জন্য শিশুদের আর গর্ভবতী মহিলাদের চরম সমস্যার মুখে পড়তে হচ্ছে। এদিন এই খাবার খাওয়ার জেরে অনেকে বমি করে। অঙ্গনওয়াড়ির বিদ্যুৎ খরচের জন্য মাঝেমধ্যেই টাকা নেওয়া হয় বলেও অভিযোগ।

নাজমা বিবির অভিযোগ, “আমার সন্তানের পাতে খিচুড়ির সাথে একটি কেন্নো পড়েছিল। আমি দেখামাত্র অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যাই। অঙ্গনওয়াড়ি কর্মী ও সহকর্মীকে বিষয়টি জানালে তারা আমার সাথে দুর্ব্যবহার করে। আমার কাছ থেকে এলাকাবাসী খবর পেয়ে তারাও আমার সাথে সরব হয়। আমার শিশুসহ আরও কয়েকজন বমি করেছে। এর আগেও একাধিকবার এই একই ঘটনা ঘটেছে। শুধু কেন্নো নয়, বিষাক্ত পোকামাকড়ও পড়ে। আমরা প্রতিবাদ করলে আমাদেরকে হুমকিও দেওয়া হয়।” পঞ্চায়েত প্রধান সপ্তসতী সেন বলেন, “ব্লক প্রশাসনকে জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলব।”

(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

Highlight
অঙ্গনওয়াড়ির খিচুড়িতে কেন্নো ! ধুন্ধুমার দুর্গাপুরের জেমুয়ায়
News
অঙ্গনওয়াড়ির খিচুড়িতে কেন্নো ! ধুন্ধুমার দুর্গাপুরের জেমুয়ায়
:
এদিন এই খাবার খাওয়ার জেরে অনেকে বমি করে। অঙ্গনওয়াড়ির বিদ্যুৎ খরচের জন্য মাঝেমধ্যেই টাকা নেওয়া হয় বলেও অভিযোগ।
Published By
Durgapur Darpan

আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!