Alloy Steel Plant : দুর্গাপুরের এএসপিতে ভয়াবহ অগ্নিকান্ড, ব্যাপক আতঙ্ক
দুর্গাপুর দর্পণ, ১ জুলাই ২০২৪: সোমবার সকালে পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের রাষ্ট্রায়ত্ত কারখানা অ্যালয় স্টিল প্ল্যান্টে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অ্যালয় স্টিল প্ল্যান্টের এসএমএস ইউনিটের ৩ নম্বর ফার্নেসে ভয়াবহ আগুন লাগে সকাল পৌনে ১০টা নাগাদ। দমকল তৎপরতার সঙ্গে আগুন নেভায়। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। অগ্নিকান্ডের জেরে উৎপাদন ব্যহত হয়েছে। অগ্নিকান্ডের জন্য কর্তৃপক্ষের গাফিলতির দিকে আঙুল তুলেছে শ্রমিক সংগঠনগুলি। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।