কয়লা মাফিয়া স্বাগত জানালেন স্বরাষ্ট্রমন্ত্রীকে? উঠল চাঞ্চল্যকর অভিযোগ

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, ১১ মে ২০২৪: শুক্রবার রাতে পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) অন্ডাল বিমানবন্দরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে অভ্যর্থনা জানান কয়লা মাফিয়া জয়দেব খান। এমনটাই অভিযোগ তৃণমূলের। তৃণমূলের তরফে তেমন একটি ছবি ভাইরাল হয়েছে। যদিও সেই ছবির সত্যতা যাচাই করেনি ‘দুর্গাপুর দর্পণ’।

সেই অভিযোগের জবাব দিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার শনিবার দুর্গাপুরে বলেন, ‘‘জয়দেব খান কয়লা মাফিয়া, এটা কি তৃণমূল ঠিক করবে? ২০১৯ সালের আগে যখন তৃণমূলে উনি ছিলেন তখন তাঁর বিরুদ্ধে কোনও মামলা ছিল না। ২০১৯ সালে যখন বিজেপিতে যোগ দিলেন তখন তাঁর বিরুদ্ধে মামলা দেওয়া হল।’’

তিনি আরও দাবি করেন, জয়দেব খান রেলের সাইডিং করছেন। তিনি তো একজন শিল্পপতি। সেখানে ৪০০ লোকের কর্মসংস্থান হবে। কিন্তু, কয়লা পাচারের অভিযোগ যে নেতার বিরুদ্ধে, সোনা, গরু পাচারের অভিযোগ যে নেতার বউয়ের বিরুদ্ধে, সে আবার অন্য লোকের বিরুদ্ধে সার্টিফিকেট দিচ্ছে, তা আবার হয় না কি! এভাবেই নাম না করে তিনি অভিষেক ব্যানার্জিকে আক্রমণ করেন।

তিনি বলেন, যে রাস্তা দিয়ে কয়লা যায় সেই রাস্তার দায়িত্বে থাকে রাজ্য পুলিশ। স্লিপ দেওয়া হচ্ছে। সেই টাকা যাচ্ছে ভাইপোর কাছে। বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের সমর্থনে দুর্গাপুরের বাঁকুড়া মোড়ে জনসভায় যোগ দেন সুকান্ত মজুমদার। এছাড়া ছিলেন চলচ্চিত্র অভিনেতা রুদ্রনীল ঘোষ, বিজেপি নেতা কৌস্তভ বাগচী প্রমুখ। সুকান্ত বলেন, ‘‘রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে অন্নপূর্ণা ভান্ডার নিয়ে আসবে। প্রতিটি মহিলাকে ৩০০০ টাকা করে দেওয়া হবে।’’

( Dr. BC Roy Engineering College & Group of Instutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। যোগাযোগ- 933927844, 9832131164, 9932245570, 9434250472) 

(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)

( রাজেন্দ্র একাডেমি ফর টিচার্স এডুকেশন। NAAC স্বীকৃত শিক্ষক প্রশিক্ষণের সেরা প্রতিষ্ঠান। যোগাযোগ- 8170031466 )

(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500 )

(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!