দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১৫ জুলাই ২০২৪: প্রতি বছরের মতো এবারও পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের কাজোড়ায় বার্ষিক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। আজ সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত কাজোড়া সর্বমঙ্গল সমিতি ও দীপা মহিলা সংঘ মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের উদ্যোগে এবং ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার্স সোসাইটি’র সহযোগিতায় কাজোড়া মেটাল পাড়ায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়।
( রাজেন্দ্র একাডেমি ফর টিচার্স এডুকেশন। NAAC স্বীকৃত শিক্ষক প্রশিক্ষণের সেরা প্রতিষ্ঠান। যোগাযোগ- 8170031466)
শিবিরে ৯ জন মহিলা সহ মোট ২৭ জন রক্তদান করেন। ৬জন নতুন রক্তদাতা ছিলেন। দুর্গাপুর মহকুমা হাসপাতাল ব্লাড সেন্টার রক্ত সংগ্রহ করে। শিবির শেষে আয়োজক সংগঠনের হাতে শংসাপত্র ও শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়। (বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।