দুর্গাপুর: দুর্গাপুরের এমএএমসি টাউনশিপ মডার্ন হাইস্কুলে (উচ্চ মাধ্যমিক) শনিবার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। বিভিন্ন রকম দৌড় প্রতিযোগিতা, লং জাম্প, হাই জাম্প, যেমন খুশি সাজো, মিউজিক্যাল চেয়ার সহ নানা ইভেন্টের আয়োজন করা হয়েছিল।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
প্রধান শিক্ষক তরুণ ভট্টাচার্য জানান, মোট ৬৫টি ইভেন্টে স্কুলের ৭৮০ ছাত্র ছাত্রী অংশ নেয়। উপস্থিত ছিলেন পুর প্রশাসকমন্ডলীর চেয়ারপার্সেন অনিন্দিতা মুখোপাধ্যায়, ভাইস চেয়ারম্যান অমিতাভ বন্দ্যোপাধ্যায়, পান্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, প্রাক্তন বিধায়ক ও মেয়র অপূর্ব মুখোপাধ্যায়, সমাজকর্মী পঙ্কজ রায় সরকার প্রমুখ। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )।