অটো চালকের দাদাগিরি! বাইকে বেপরোয়া ধাক্কা, জখম বাইক আরোহী

অটো চালকের দাদাগিরি! বাইকে বেপরোয়া ধাক্কা, জখম বাইক আরোহী
WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: বেপরোয়া গতিতে চলাচল করছে অটো। রাত বাড়লে পাল্লা দিয়ে দাপট বাড়ছে তাদের। পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরে অটো চালকদের উৎপাতে অতিষ্ঠ অনেকে। রবিবার রাতে ডিএসপি টাউনশিপের ডেভিড হেয়ার রোডে এক বাইক আরোহীকে ধাক্কা মেরে পালিয়ে গেল একটি অটো। বাইক থেকে ছিটকে পড়ে গুরুতর জখম হলেন বাইক চালক কৃষ্ণা প্রসাদ। খবর পেয়ে পুলিশ আসে। তাঁকে উদ্ধার করে বিধাননগরের ইএসআই হাসপাতালে ভর্তি করা হয়।

(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472) 

স্থানীয়দের অভিযোগ, রাত বাড়লেই ডেভিড হেয়ার রোডে বাড়ছে বেপরোয়া অটোর দাপট। রবিবার রাত সাড়ে বারোটা নাগাদ দ্রুতগতিতে আসা একটি অটো লেন ভেঙে সোজা ধাক্কা মারে একটি বাইকের পিছনে। বাইক আরোহী, চিত্রালয় সংলগ্ন এলাকার বাসিন্দা কৃষ্ণা প্রসাদ জখম হন। দুর্ঘটনার পর অটোচালক পালিয়ে যায়। পুলিশের কাছে নজরদারি বাড়ানোর দাবিতে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। স্থানীয় বাসিন্দা সুজিত বন্দ্যোপাধ্যায় বলেন, “রাতে এই রাস্তায় অটোর বেপরোয়া দাপটে আমরা অতিষ্ঠ হয়ে পড়েছি। অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

error: Content is protected !!