দুর্গাপুর দর্পণ, জয়দেব, ১৫ জানুয়ারি ২০২৩: জয়দেবের মেলায় নেমে এলো জনজোয়ার! সেই ঠেলায় অসুস্থ হয়ে গেলেন বেশ কয়েকজন। অজয়ের উপর শিবপুরের অজয় ঘাট থেকে জয়দেব পর্যন্ত প্রায় এক কিলোমিটার অস্থায়ী সেতুতে ভিড নিয়ন্ত্রণের জন্য বেশ কয়েকটি বাঁশের ব্যারিকেড করা হয়েছিল। সেতুর দুই পাশেও বাঁশ দিয়ে ঘেরা হয়েছিল দুর্ঘটনা এড়াতে।
সকাল থেকেই ভিড় নিয়ন্ত্রণের জন্য ধাপে ধাবে ব্যারিকেড নামিয়ে জয়দেবের রাধা-বিনোদ মন্দিরের দিকে যেতে দেওয়া হচ্ছিল পুণ্যার্থীদের। কিন্তু বিকেল তিনটের পর সব বেসামাল হয়ে যায় তুমুল ভিড়ের চাপে। ভিড় নিয়ন্ত্রণের জন্য সেই ব্যারিকেডগুলি নামানো হয়। কিন্তু জনজোয়ারের চাপে অস্থায়ী সেতুর দুই পাশে বাঁশ দিয়ে ঘেরা বেশ কিছু অংশ ভেঙে যায়। অস্থায়ী সেতুর মাঝে থাকা ব্যারিকেড ঠেলে জয়দেবের রাধা বিনোদের মন্দিরের দিকে এবং মন্দিরের দিক থেকে ফেরার চেষ্টা চলতে থাকে।
তারই মাঝে বেশ কয়েকটি বাইকও ঢুকে যায়। আর সেই ঠেলাঠেলির মাঝে পড়ে বেশ কয়েকজন পূর্ণ্যার্থী অসুস্থ হয়ে পড়েন। সেখানে পৌঁছায় কাঁকসা এবং ইলামবাজার থানার পুলিশ। পরিস্থিতি বেগতিক বুঝে পৌঁছায় বিশাল পুলিশবাহিনী এবং র্যাফ। তারপরেই নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। অসুস্থদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় ইলামবাজার থানার পুলিশ। বিদবিহার গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান গোপাল সরকার বলেন, “দুপুরের পর থেকে সমাগম খুব বেড়ে যায়। দ্রুত পুলিশ, পঞ্চায়েত ও স্বেচ্ছাসেবকেরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।’’ (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।