
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১৬ জানুয়ারি ২০২৩: অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন হবে ২২ জানুয়ারি। রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে সেদিন। সারাদেশের মানুষ ওই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়ে ওঠুক, সেটাই চাইছে বিশ্ব হিন্দু পরিষদ ও বিজেপি। তাই ১ জানুয়ারি থেকে ২০ জানুয়ারি পর্যন্ত রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ন্যাসের পক্ষ থেকে বাড়ি বাড়ি যাচ্ছে আমন্ত্রণ পত্র। সঙ্গে রাম লালার পূজিত চাল ও ছবি।
পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) সিটি সেন্টার সংলগ্ন বটতলা বসতি এলাকায় এই কর্মসূচী নেওয়া হয়। উপস্থিত ছিলেন বিজেপি নেতা অমিতাভ ব্যানার্জি, মমতাজ রজক, রাজ ভার্মা, কবি মন্ডল প্রমুখ। বিশ্ব হিন্দু পরিষদ ও বিজেপির দুই শতাধিক কর্মী গত ১৫ দিনে শহরের ৩০ হাজারেরও বেশি বাড়িতে, ব্যবসায়িক প্রতিষ্ঠানে রাম লালার পূজিত চাল, ছবি ও আমন্ত্রণ পত্র পৌঁছে দিয়েছেন বলে জানা গিয়েছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।