দুর্গাপুর, ২৩ এপ্রিল ২০২৪: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের ডিএসপি টাউনশিপের বি-জোন বয়েজ ক্লাবের মাঠে মঙ্গলবার সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে ফের বেলাগাম বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। হনুমান জয়ন্তীর সকালে হাতে গদা নিয়ে বললেন, ‘পাশ দিয়ে পেরিয়ে গেলে কুকুরও দেখবে না তোমাকে’। তার স্পষ্ট ইঙ্গিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে।
এদিন দিলীপ প্রাতঃভ্রমনে এলে দলীয় কর্মীরা তার হাতে গদা তুলে। গদা কাঁধে নিয়ে প্রাতঃভ্রমন করেন দিলীপ। মহিলাদের সাথে আলাপচারিতায় মাতেন। সমস্যার কথা শোনেন। ছেলেদের সঙ্গে ক্রিকেট এবং ফুটবল খেলেন। তারপরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নাম না করে তীব্র আক্রমণ করেন।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
বর্ধমান দুর্গাপুরের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদকে উদ্দেশ্য করে বলেন, আজ তার মনোনয়ন দাখিলের দিন। মনোনয়ন দাখিল করার আগেই প্যাকিং হয়ে যাবেন। তাদের নেতারা বুঝতে পারছেন পাবলিক আসছে না, কর্মীরা সঙ্গে নেই। তাই কী করবে ভেবে না পেয়ে বিজেপির সাথে গায়ে পড়ে ঝগড়া করছে। দিলীপ ঘোষ এসেছে, ভেবেচিন্তে হাত দাও। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।