বেহাল রাস্তার হাল ফেরানোর দাবিতে রাস্তায় রাস্তায় ধান ও কচু গাছ পুঁতছে বিজেপি!

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: শুক্রবার পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের নেহেরু স্টেডিয়ামে সভা করে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জল কাদায় ভরা মাঠে সভা করায় মাঠ ধ্বংস হয়ে গিয়েছে, এই অভিযোগ তুলে শনিবার সেখানে ধানের চারা পোঁতেন পান্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। পাল্টা রবিবার দুর্গাপুরের বিধাননগরের একাধিক রাস্তায় বেহাল দশার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ধানের চারা ও কচু গাছের চারা রোপণ করলেন বিজেপির কর্মী সমর্থকেরা।
রবিবার সকালে দুর্গাপুরের বিধাননগরের ২৭ নম্বর ওয়ার্ডের মার্টিন লুথার সরণীতে ধানের চারা ও কচু গাছ রোপণ করতে দেখা যায় এলাকার বিজেপি নেতা অমিতাভ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিজেপি কর্মীদের। অন্যদিকে, মুচিপাড়া থেকে সিটি সেন্টার যাওয়ার বাইপাস সূর্যসেন কলোনির রাস্তায় ধানের চারা রোপণ করে এবং রাস্তার খন্দ ভরাট করে বিক্ষোভে নামলেন জেলা বিজেপির সহ-সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিজেপি কর্মীরা।
সম্প্রতি, আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদ এই রাস্তাটি ফোর লেন করার জন্য টেন্ডার করেছে। তারপরেও বিজেপির এই বিক্ষোভ নাটক ছাড়া কিছু নয়, কটাক্ষ তৃণমূলের। ১ নম্বর ব্লক তৃণমূল সভাপতি রাজীব ঘোষ কটাক্ষ করে বলেন, “প্রধানমন্ত্রীর জনসভার জন্য বেহাল নেহেরু স্টেডিয়াম আগে আবার আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করুক। তারপর বিজেপি এই সব নাটক করবে। বৃষ্টির জন্য রাস্তায় ছোটখাটো গর্ত হচ্ছে। দুর্গা পুজোর আগে সমস্ত রাস্তা ঝকঝকে হয়ে যাবে।”
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
জেলা বিজেপির সহ-সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় ও বিজেপি নেতা অমিতাভ বন্দ্যোপাধ্যায় বলেন, “তৃণমূল যখন বলছে এই রাস্তায় টেন্ডার হয়ে গিয়েছে, তাহলে আমরাও তো বলছি নেহেরু স্টেডিয়াম আবার আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার উদ্যোগ শুরু হয়ে গিয়েছে। খেলার মাঠ দ্রুত নতুনভাবে সেজে উঠবে। পাণ্ডবেশ্বরের অজয়ের বালি বোঝাই ট্রাক, ট্রাক্টর গিয়ে এই রাস্তাগুলি ধ্বংস করছে। আমি ক্রীড়া প্রেমীদের অনুরোধ করব, আপনারা ফুটবল নিয়ে এই বেহাল রাস্তা গুলিতে প্রতিবাদ করুন নরেন্দ্রনাথ চক্রবর্তীকে সঙ্গে নিয়ে।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

