Hawker Eviction হকারদের একজোট করে দুর্গাপুরে আন্দোলনে নামছে বিজেপি
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১৩ জুলাই ২০২৪: হকারদের পুনর্বাসন চাই। তা না হলে আন্দোলন হবে। শনিবার পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরে বিজেপি নেতৃত্ব এমনই হুঁশিয়ারি দিলেন। হকারদের পুনর্বাসন দেওয়া না হলে রাস্তায় নামার হুমকি দিলেন বিজেপি নেতারা। এদিন ৩১নং বিদ্যাসাগর এভিনিউতে বিজেপির দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক করেন দলের নেতারা। সেখানেই একথা জানান তাঁরা।
বর্ধমান দুর্গাপুরের বিজেপির সাধারণ সম্পাদক অভিজিৎ দত্ত, বিজেপি নেতা জয়দেব সরকার, অমিতাভ সেন রজত মল্লিক সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন। তাঁদের দাবি, রাজ্যে কর্মসংস্থানের অভাব তাই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেকারদের চপ মুড়ি, চায়ের দোকান করার পরামর্শ দিয়েছিলেন। তাই হকারদের পাশাপাশি বেকার যুবক-যুবতীরাও রাস্তার ধারে ছোট ছোট দোকান তৈরি করে উপার্জন শুরু করে। কিন্তু এখন সেই সব দোকান ভেঙে দেওয়ায় বিপাকে পড়েছে তারা।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
বিজেপির অভিযোগ, লোকসভা নির্বাচনে লক্ষ্মীর ভান্ডার, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা দিয়ে এবং মানুষকে ভুল বুঝিয়ে গ্রামাঞ্চলে তৃণমূল এগিয়ে যায়। কিন্তু অধিকাংশ পুরসভা এলাকাতেই পিছিয়ে রয়েছে তৃণমূল। তাই ভোট মিটতেই হকারদের উচ্ছেদ করার নিদান দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। দিকে দিকে উচ্ছেদ করা হল। কারণ একটাই। শহরে তৃণমূলের ভোট কমে যাওয়া। বিজেপি নেতারা বলেন, “আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করছি। সেইসব হকারদের উচ্ছেদ করে বিপদের মুখে ফেলা হল। দ্রুত তাদের পুনর্বাসন দেওয়া না হলে আমরা তাদের নিয়ে আন্দোলন সংগঠিত করব। রাস্তায় নামব। পথ অবরোধ হবে। শহর জুড়ে বিক্ষোভ করব।” (বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।