
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ৮ মার্চ ২০২৪: দুর্গাপুরের অঙ্গদপুরে সেন পরিবারের ছোট্ট রুদ্রাক্সের পঞ্চম জন্মদিনে প্রতিবছরের ন্যায় এ বছরও একগুচ্ছ সামাজিক কর্মকাণ্ড নেওয়া হয়। রক্তদান শিবির, থ্যালাসেমিয়াস স্ক্রিনিং টেস্ট, চক্ষু পরীক্ষা শিবির, দন্ত পরীক্ষা শিবির, সুগার নির্ণয়, রক্ত পরীক্ষা, স্বাস্থ্য পরীক্ষা শিবির, স্থানীয় স্কুলের শিশুদের জন্য ফুটবল, ব্যাট, বল, উইকেট, জার্সি সহ বিভিন্ন উপকরণ তুলে দেওয়া হল কচিকাঁচাদের হাতে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুরের পুর প্রশাসক অনিন্দিতা মুখোপাধ্যায়, প্রাক্তন বিধায়ক ও মেয়র অপূর্ব মুখোপাধ্যায়, পুর কমিশনার প্রমুখ। দুর্গাপুর ব্লাড ডোনার্স কাউন্সিলের সাধারণ সম্পাদক সজল বোস জানান, ৪৮ জন রক্তদাতা রক্ত দান করেন। রক্তদান করেন ছোট্ট রুদ্রাক্সের বাবা সত্যব্রত সেন সহ পরিবারের অন্যান্যরা। এদিন ২৩৮ জন চক্ষু পরীক্ষা করান। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।