প্রেম দিবসে দুর্গাপুরে দেহ সৌষ্ঠব প্রতিযোগিতার আয়োজন

দুর্গাপুর: শুক্রবার প্রেম দিবসে দুর্গাপুরে অনুষ্ঠিত হতে চলেছে ‘তুষারকান্তি সরকার মেমোরিয়াল ক্লাসিক মেন্স বডিবিল্ডিং এবং মেন্স অ্যান্ড উইমেন্স ফিজিক চ্যাম্পিয়নশিপ’- ২০২৫। দুর্গাপুরের সিটি সেন্টারে ১৯ নম্বর জাতীয় সড়কের ধারের একটি শপিং মলে এই প্রতিযোগিতার আয়োজন করছে ‘পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশন’। পশ্চিম বর্ধমান ছাড়াও পূর্ব বর্ধমান, বীরভূম, বাঁকুড়া ও পুরুলিয়া থেকে প্রতিযোগীরা আসবেন।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
উদ্যোক্তা সংস্থার যুগ্ম সচিব সীমা দত্ত চ্যাটার্জি জানান, প্রতিযোগিতার প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম স্থানাধিকারীকে যথাক্রমে ৪০০০, ৩০০০, ২০০০, ১৫০০ ও ১০০০ টাকা পুরস্কার দেওয়া হবে। এছাড়া চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন্স প্রথম ও দ্বিতীয় স্থানাধিকারীকে যথাক্রমে ৭০০০ ও ৫০০০ টাকা পুরস্কার দেওয়া হবে। এছাড়া বেস্ট পোজারকে ৩০০০ টাকা পুরস্কার প্রদান করা হবে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
