দামোদরের জলে ভেসে উঠল অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ

দুর্গাপুর: দামোদরের জলে ভেসে উঠল অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ। বৃহস্পতিবার সকালে দুর্গাপুরের বীরভানপুরের দামোদরের বিসর্জন ঘাটে দূর থেকে মনে হচ্ছিল, জলে ভাসছে কিছু একটা। কিন্তু কাছে আসতেই চক্ষু চড়কগাছ হওয়ার জোগাড়। ভাসছে এক ব্যক্তির দেহ। খবর দেওয়া হয় কোকওভেন থানায়।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
এলাকাটি বড়জোড়া থানা এলাকার মধ্যে পড়ে। তাই বড়জোড়া থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয় বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে। মৃত ব্যক্তির নাম পরিচয় স্থানীয়রা জানাতে পারেননি। পুলিশ খোঁজ খবর করে পরে তাঁর পরিচয় জানতে পেরেছে। মৃত ব্যক্তির নাম লক্ষ্মণ মুখোপাধ্যায় (৫৫)। বেনাচিতির একটি সোনার দোকানের ম্যানেজার ছিলেন। বি জোন ফাঁড়ি এলাকার বাসিন্দা। আত্মহত্যা, খুন, না কি দুর্ঘটনা? তা ময়নাতদন্তের রিপোর্ট পেলে পরিস্কার হবে বলে জানিয়েছে পুলিশ। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
