![body](https://i0.wp.com/durgapur24x7.com/wp-content/uploads/2024/07/WhatsApp-Image-2024-07-16-at-08.32.45.jpeg?fit=1024%2C1401&ssl=1)
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১৬ জুলাই ২০২৪:‘রিলস্’ বানাতে গিয়ে দামোদরে তলিয়ে যাওয়া তরুণীর দেহ অবশেষে উদ্ধার হল। গত ১৩ জুলাই পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের অন্ডালের মদনপুর পঞ্চায়েতের বাসকা ফিল্টার হাউসের কাছে দুর্ঘটনা ঘটে। রিলস বানাতে বানাতে অসাবধানে দামোদরে পড়ে যান এক তরুণী। তাঁকে বাঁচাতে জলে ঝাঁপ দেন অন্য দুই তরুণী। প্রথম জন কোনও রকমে পাড়ে উঠে এলেও শেষ দুইজন তলিয়ে যান। একজনকে সেদিনই মৃত অবস্থায় উদ্ধার করা হয়। দ্বিতীয় জনের খোঁজ পাওয়া গেল সোমবার রাতে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দামোদরের পাড়ে সেদিন সকালে রিলস বানাতে গিয়েছিলেন বাসকা ফিল্টার হাউসের জ্যোতি কুমারী (২৫), তাঁর বাড়িতে রাঁচি থেকে আসা দুই আত্মীয় বিউটি পাশওয়ান (২০) এবং প্রিয়াঙ্কা পাশওয়ান। রিলস বানাতে বানাতে আচমকা প্রিয়াঙ্কা নদীতে পড়ে যাচ্ছেন দেখে তাঁকে বাঁচাতে দামোদরে ঝাঁপ দেন জ্যোতি ও বিউটি। প্রিয়াঙ্কা কোনও রকমে নদীর পাড়ে উঠে এলেও তলিয়ে যেতে থাকেন জ্যোতি ও বিউটি। প্রিয়াঙ্কার চিৎকার শুনে স্থানীয়রা নদীর জলে ঝাঁপ দেন। ততক্ষণে জ্যোতি ও বিউটি তলিয়ে যান। বেশ কিছুক্ষণ পর বিউটির নিথর দেহ উদ্ধার হয়।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500 )
জ্যোতির খোঁজে শুরু হয় তল্লাশি। দুদিন পেরিয়ে যাবার পর সোমবার রাতে ভেসে ওঠে জ্যোতি কুমারীর দেহ। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। মোবাইলে রিলস বানাতে গিয়ে দুর্ঘটনায় প্রাণহানির ঘটনার শিকার বার বার হচ্ছে কমবয়েসীরা। তারপরেও সচেতনতা তৈরি হচ্ছে না। দুর্ঘটনার তালিকা ক্রমশ লম্বা হচ্ছে। (বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।