দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২৬ জানুয়ারি ২০২৪: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের কাঁকসার মলানদিঘিতে শুক্রবার একটি বেসরকারি ক্যান্সার হাসপাতালের উদ্বোধন করেন বলিউড অভিনেত্রী মাহিমা চৌধুরী (Mahima Chaudhry)। তিনি বলেন, “ক্যান্সারের বিরুদ্ধে লড়তে গেলে মনে জোর রাখতে হবে।’’ তিনি জানান, ক্যান্সারের বিরুদ্ধে তাঁর লড়াইয়ে সঙ্গী হয়েছিল পরিবার, বন্ধু, বান্ধব ও চিকিৎসকরা। তিনি লড়াই শিখেছিলেন অন্যদের লড়াই দেখে।
নতুন এই হাসপাতাল ক্যান্সার রোগীদের ভরসা জোগাবে বলে আশা প্রকাশ করেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান কবি দত্ত প্রমুখ। হাসপাতালে শয্যার সংখ্যা ২৫০। চিকিৎসায় যুক্ত থাকবেন ৫০ জন চিকিৎসক। স্বাস্থ্য সাথী কার্ডে এই হাসপাতালে ক্যান্সারের চিকিৎসা হবে বলে দাবি করেন কর্তৃপক্ষ। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।