উপ নির্বাচনে তৃণমূলের জয় জয়কার, দুর্গাপুরে বিজয়োল্লাসে মাতলেন মন্ত্রী
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১৩ জুলাই ২০২৪: রাজ্যে উপ নির্বাচনে তৃণমূলের জয় জয়কার। শনিবার সন্ধ্যায় পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরে বিজয়োল্লাসে মাতলেন রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদারও। ফাটানো হল বাজি। আবির খেলে বিজয় মিছিল বের করলেন তৃণমূল কর্মীরা।
( BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
বুধবার মানিকতলা, রানাঘাট দক্ষিণ, বাগদা এবং রায়গঞ্জে উপনির্বাচনে বিজেপি এবং সিপিএমকে পিছনে ফেলে বিপুল ভোটে জয়লাভ করেন তৃণমূল প্রার্থীরা। মন্ত্রী প্রদীপ মজুমদার এলাকার তৃণমূল কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে অরবিন্দ এভিনিউয়ের জেলা তৃণমূলের কার্যালয় থেকে নিজের বাসভবন পর্যন্ত বিজয় মিছিলে পা মেলান। ফাটানো হয় বহু আতশবাজি। (বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।