দুর্গাপুজোর অনুদান ৭০ হাজার থেকে বেড়ে হল ৮৫ হাজার টাকা
দুর্গাপুর দর্পণ ডেস্ক, দুর্গাপুর, ২৩ জুলাই ২০২৪: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবারের দুর্গাপুজোর অনুদান ৭০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৮৫ হাজার টাকা করেছেন। খুব খুশি ক্লাবগুলি। আগামী বছর এই অনুদান ১ লক্ষ টাকা করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। প্রায় ৪৩ হাজার ক্লাব এই অনুদান পাবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
( BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
মঙ্গলবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ক্লাবগুলিকে নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখানেই পুজোর অনুদান বাড়ানোর ঘোষণা করেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আগেরবার অনুদান ছিল ৭০ হাজার। এবার কি পুরোপুরি করে দেবো? এখনই যদি সেটা করে দিই তাহলে পরের বছর কী করবেন? তাই এবার প্রত্যেক পুজো কমিটিকে ৮৫ হাজার টাকা অনুদান দেওয়া হবে। (বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।