দুর্গাপুর দর্পণ, লাউদোহা, ১১ আগস্ট ২০২৪: মারুতি ভ্যানে করে কয়লা পাচার! রবিবার পশ্চিম বর্ধমান জেলার ফরিদপুর (লাউদোহা) থানার কালিপুর গ্রামে সিআইএসএফ দুটি মারুতি গাড়িকে পাকড়াও করে। দুটি গাড়িতে করে কয়লা পাচার করা হচ্ছিল। গাড়িদুটিকে বাজেয়াপ্ত করা হয়েছে। পাচারকারীরা গাড়ি ফেলে পালায়। তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, পাণ্ডবেশ্বরের কোনও কোলিয়ারি থেকে কয়লা চুরি করে মারুতিতে চাপিয়ে রবিবার দুপুরে কালিপুর এলাকা হয়ে পাচারকারীরা যাচ্ছিল। খবর পেয়ে ধাওয়া করে সিআইএসএফ। অবস্থা বেগতিক বুঝে কয়লা বোঝাই গাড়ি ফেলে পালিয়ে যায় পাচারকারীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফরিদপুর থানার পুলিশ। দুটি কয়লা ভর্তি মারুতি ভ্যান বাজেয়াপ্ত করে পুলিশ। কয়েকটন কয়লা ছিল দুটি গাড়িতে।
( BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। কটাক্ষ করে আসানসোল সাংগঠনিক জেলার বিজেপির সাধারণ সম্পাদক শ্রীদীপ চক্রবর্তী বলেন, “পুলিশের নাকের ডগা দিয়ে বেআইনিভাবে কয়লা যাচ্ছে। কোনও ব্যবস্থা নিতে পারছে না পুলিশ। এক কিলোমিটার অন্তর অন্তর সিভিক ভলান্টিয়ার রয়েছে। তার পরেও এইসব বেআইনি কাজ চলছে। কারণ পুলিশের এসব নিয়ে মাথা ব্যথা নেই। পুলিশ রাস্তায় দাঁড়িয়ে টাকা তুলতেই ব্যস্ত।” পাল্টা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তথা তৃণমূলের জেলা নেতা সুজিত মুখোপাধ্যায় বলেন, “রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনও অন্যায় কাজকে প্রশ্রয় দেন না। যেই বেআইনি কাজ করুক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে পুলিশ। বিজেপি ভিত্তিহীন অভিযোগ করছে।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।