বিলাসবহুল বাড়ি থেকেও আবাস যোজনার তালিকায় নাম রেশন ডিলারের!

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

কাঁকসা: আবাসে ‘জাত’ বদল! সাধারণ জাতি হয়ে গেল তপশিলি। তালিকায় নাম ঢুকলো রেশন ডিলারের। বিতর্কের মুখে ব্লক প্রশাসন। কোথাও বাংলা আবাস যোজনার তালিকায় একই ব্যক্তির একাধিকবার নাম কোথাও আবার মৃত ব্যক্তির নাম। কুঁড়ে ঘরে থাকে অথচ নাম নেই গরিব মানুষদের। রাজ্যের বিভিন্ন প্রান্তে উঠছে এই অভিযোগ। এবার জাতি পরিবর্তন হয়ে আবাসের তালিকায় নাম ঢুকলো বিলাসবহুল বাড়ি থাকা কাঁকসার বিদবিহার গ্রাম পঞ্চায়েতের জামদোহা এলাকার রেশন ডিলার মৃণাল কান্তি ঘোষের!মৃণাল কান্তি ঘোষের নাম কী ভাবে বাংলা আবাস যোজনায় নাম ঢুকলো তা নিয়ে চর্চা শুরু হয়েছে এলাকায়। বিদবিহার গ্রাম পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে,  ২০১৮ সালে যখন সমীক্ষা হয়েছিল তখন ৭৭৪ জনের নাম তালিকায় ছিল। সেই তালিকা গ্রাম পঞ্চায়েতের সার্ভার থেকে মুছে গিয়েছিল। সম্প্রতি সেগুলি আবার ফিরে এসেছে। দেখা যাচ্ছে ওই তালিকায় অধিকাংশ নামের ব্যক্তিরই রয়েছে পাকা বাড়ি। সেই বিষয়গুলি খতিয়ে দেখা হচ্ছে।

আবাসের তালিকায় নাম থাকা রেশন ডিলারকে প্রশ্ন করা হলে তিনি তড়িঘড়ি বাইক নিয়ে এলাকা ছাড়েন। কাঁকসা পঞ্চায়েত সমিতির সভাপতি ভবানী ভট্টাচার্য বলেন, “এই ধরনের কারোর নাম আবাসের তালিকায় থাকার কথা নয়। এই তালিকা ২০১৮ সালে তৈরি হয়েছিল। তখন কার নাম ছিল আমরা জানতাম না। এখন সেই তালিকা বাছাই করা হচ্ছে। যারা পাওয়ার যোগ্য তাদেরকেই দেওয়া হবে বাড়ি।”

বর্ধমান দুর্গাপুরের বিজেপির সহ-সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, “সবাই বুঝতে পারছেন, বাংলার কী হাল। যারা পাওয়ার যোগ্য তারা থাকছে মাটির ঘরে। আর, যাদের রয়েছে বিলাসবহুল বাড়ি, তাদের জাতি বদল করে আবাসের তালিকায় নাম দেওয়া হচ্ছে। আমরা এর বিরুদ্ধে প্রতিবাদে নামবো।” যদিও, রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, “যে তালিকা পুরনো ছিল সেগুলি সবই খতিয়ে দেখা হচ্ছে। নতুন তালিকা এখনও প্রকাশ হয়নি। পর্যালোচনা চলছে। এই সব নাম, যাচাইয়ের সময়ই বাদ চলে যাবে। যারা বাংলা আবাস যোজনার যোগ্য ব্যক্তি তাদেরকেই দেওয়া হবে আবাসের পাকা বাড়ি।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

Highlight
বিলাসবহুল বাড়ি থেকেও আবাস যোজনার তালিকায় নাম রেশন ডিলারের!
News
বিলাসবহুল বাড়ি থেকেও আবাস যোজনার তালিকায় নাম রেশন ডিলারের!
:
জাতি পরিবর্তন হয়ে আবাসের তালিকায় নাম ঢুকলো বিলাসবহুল বাড়ি থাকা কাঁকসার বিদবিহার গ্রাম পঞ্চায়েতের জামদোহা এলাকার রেশন ডিলার মৃণাল কান্তি ঘোষের!
Published By
Durgapur Darpan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!