দুর্গাপুর: বৃহস্পতিবার সন্ধ্যায় দুর্গাপুরের সিটি সেন্টারের জংশন মলের সামনে ‘খাদান’ সিনেমার প্রমোশনে বিশাল অনুষ্ঠান করলেন দেব। সঙ্গে যীশু সহ একঝাঁক অভিনেতা-অভিনেত্রী। ভিড় সামলাতে হিমশিম খেতে হল পুলিশকে। দেব খাদানের গানের তালে নাচলেন। খাদানের ডায়লগ বললেন, ‘সর্দার হওয়া এত সহজ নয়, যে একা সব সহ্য করে সেই সর্দার হয়।’
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
খাদান সিনেমায় সর্দারের ভূমিকাতেই দেখা গিয়েছে দেবকে। খাদানের প্রচারে বেরিয়েছেন দেব, যীশু,বরখা, ইধিকা, অনির্বাণ চক্রবর্তী সহ সিনেমার সাথে যুক্ত অভিনেতা ও অভিনেত্রীরা। বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁরা আসেন দুর্গাপুরে। তাঁদের দেখতে উপচে পড়ে ভিড়। সবাইকে মুক্তির দিনেই খাদান সিনেমা দেখার অনুরোধ করেন দেব। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।