বাঁচকে রেহেনা রে বাবা… সাতসকালে উত্তেজনার পারদ চড়িয়ে দিলেন দিলীপ ঘোষ

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১ এপ্রিল ২০২৪: বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ সোমবার সকালে দুর্গাপুরের বিধাননগরের ক্লাব স্যান্টোস মাঠে প্রাতঃভ্রমণ, পলাশডিহার চায়ে পে চর্চায় মিলিত হন। তিনি দেওয়াল লিখনও করেন। একই সঙ্গে তীব্র ভাষায় আক্রমণ করেন এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদকে।

দিলীপ ঘোষ অভিযোগ করেন, ভাতার, মন্তেশ্বরে এখনও বিজেপির দেওয়াল মুছে দেওয়া হচ্ছে। দেওয়াল লিখতে বাধা দেওয়া হচ্ছে। মন্দিরে গেলে দরজা বন্ধ করে দেওয়া হচ্ছে। সেখানকার বিধায়কের ইন্ধনে এসব হচ্ছে। তিনি বলেন, কিন্তু আমি সব এলাকায় যাব। মেদিনীপুরে মাফিয়া রাজ শেষ করেছি। বর্ধমান-দুর্গাপুরেও করব। দিলীপ ঘোষকে আটকাবার দম থাকলে আটকে দেখান।

(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500 )

ক্লাব স্যান্টোসের মাঠে প্রাতঃভ্রমণ সেরে ‘বাঁচকে রেহেনা রে বাবা, বাঁচকে রেহেনা রে’ গানের সুরে বর্ধমান-দুর্গাপুরের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদকে তীব্র ভাষায় আক্রমণ করে বলেন, দলের লোকেরা এমন তাড়া করল যে মন্দিরের ভেতর ঢুকতে হল। তৃণমূল থেকে বাঁচার ইঙ্গিত পেয়ে গেছেন উনি। মুখ্যমন্ত্রী গতকাল বলেছেন, ইডি সিবিআই ডাকলে এখন স্পষ্ট বলে দিন, ভোটের কাজে ব্যস্ত। দিলীপ ঘোষের হুঁশিয়ারি, ইডি সিবিআই ডাকলে না গেলে কি হয় পার্থ আর অনুব্রতকে দেখলেই বুঝে যাবেন। আগে বলতো পুলিশ ছুঁলে ১৮ ঘা আর এখন ইডি সিবিআই ছুঁলে ৪২ ঘা। যারা চুরি করেছে তাদের ভগবানও বাঁচাতে পারবে না।

তৃণমূলকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ফুলের ওপর দিয়ে হাঁটার জন্য দিলীপ ঘোষ আসেনি আগুনের উপর হাঁটার জন্য। যদিও তৃণমূল নেতৃত্বের বক্তব্য, দিলীপ ঘোষ কী বলেন, তার কোনও গুরুত্ব নেই। পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়! ভোটের ফলেই বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের মানুষ তাঁকে যা বোঝানোর বুঝিয়ে দেবেন। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

#2024loksabhaelection #TMC #dilipghosh #BJP

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!