দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১ এপ্রিল ২০২৪: তৃণমূল প্রার্থী কীর্তি আজাদকে ধাক্কা তৃণমূলের লোক ধাক্কা দিক। ওদের কর্মীদের ওরা নিজেরাই পেটাক। কারণ, সেটা ওদের পাওনা। কিন্তু বিজেপি কর্মীদের গায়ে হাত দিতে এলে মনে রাখবেন, দিলীপ ঘোষ এখানে পা রেখেছে। কীভাবে কী ব্যবস্থা নিতে হবে কর্মীদের সব জানা আছে। সব হিসাব বুঝে নেওয়া হবে। সকাল সকাল দলীয় কর্মীদের এমন সব উত্তেজক বার্তা দিলেন বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
সোমবার সকালে তিনি পলাশডিহার চায়ে পে চর্চায় মিলিত হন। এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদকে একহাত নেন তিনি। তিনি আরও বলেন, দিদিমণির ডান দিক, বাঁদিকে দুর্নীতিগ্রস্ত নেতাদের ভিড়। যাদের নেতা বানিয়েছেন তারা সকলে দল বিরোধী। এমন দৌড় করিয়েছে যে তৃণমূল প্রার্থী কাঁপছে মন্দিরের ভেতর ঢুকে। আগে টিএমসি সামলা পরে জিতবি বাংলা। তৃণমূল নেতৃত্বের বক্তব্য, কে বাংলা জিতবে তা ভোটের ফলেই প্রমাণিত হবে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)
#2024loksabhaelection #TMC #dilipghosh #BJP