দুর্গাপুর, ২৩ এপ্রিল ২০২৪: মঙ্গলবার হনুমান জয়ন্তীর সকালে পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের ডিএসপি টাউনশিপের বি-জোন বয়েজ ক্লাবের মাঠে বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী প্রাতঃভ্রমণ এবং আশিস মার্কেটে চায়ে পে চর্চায় যোগ দেন দলীয় কর্মীদের নিয়ে। সেখানেই তিনি মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বিতর্কিত মন্তব্য করেন বলে অভিযোগ।
তিনি বলেন, “আজ মুখ্যমন্ত্রীকে চোর চোর শুনতে হচ্ছে। এই জীবন রেখে কী লাভ? ৫০ বছর রাজনীতি করে চোর চোর শুনে উপরে যেতে হবে?এ জীবনের কোনও মূল্য নেই। দিলীপ ঘোষ এই অশ্বত্থ গাছের নিচে দাঁড়িয়ে বলছে, ডুবে মরো।” এর পরেই দিলীপ ঘোষ বলেন, ”স্যরি, আমি ভুল বলেছি, খাওয়ার জল এরাজ্যে নেই। তাই ডুবে মরার জল পাবেন না।”
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500 )
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে দিলীপ দাবি করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কাউকে ১৫ লক্ষ টাকা দেওয়ার কথা বলেননি। তিনি বলেন, ”মোদি কাকে বলেছেন টাকা দেব? অনেকে তো মরে গেলেন বসে বসে ১৫ লক্ষ টাকা পাব ভেবে! উনি বলেছেন কালো টাকা আনব, সবার মধ্যে ভাগ করে দেব। একটা ভিডিও দেখান, যেখানে উনি বলেছেন ১৫ লক্ষ টাকা দেব। যারা ভিখারি, তারা এরকম করে থাকে। সব সময় মোদী টাকা দেবে, মোদী টাকা দেবে করে। মোদির দায় পড়েছে এত টাকা দেবে। তোরা চুরি করবি, আর মোদী টাকা দেবে?” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।