শেষ দিনে সকালের প্রচারে লোক নেই! ক্ষিপ্ত দিলীপ নিশানা করলেন পুলিশকে

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, ১১ মে ২০২৪: আজ, শনিবার বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রে এবারের লোকসভা নির্বাচনের প্রচারের শেষ দিন। সোমবার নির্বাচন। শনিবার শেষ দিনে এই কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ সকালে প্রাতঃভ্রমণের বদলে প্রচার শুরু করলেন চা চক্রের মাধ্যমে। সঙ্গে হাতে গোনা কয়েকজন মাত্র দলীয় কর্মী। ‘পোষা কুকুরের মত তাঁবেদারি করে এফআইআর করছে’, সাত সকালে এভাবেই পুলিশকে নিশানা করলেন তিনি।

এদিন সকালে দিলীপ প্রচার করেন ধোবিঘাট, কমলপুর, বিজুপাড়া, আমরাই প্রভৃতি এলাকায়। যে এলাকাগুলিতে এখনও যাওয়া হয়ে ওঠেনি, সেই জায়গাগুলিতে নির্বাচন কমিশনের বেঁধে দেওয়া সময়সীমা সন্ধ্যা ৬টার মধ্যে পৌঁছাবেন বলে দাবি করলেন দিলীপ। পুলিশকে আক্রমণ করে তিনি বলেন, পুলিশ আর কী করবে? তাঁবেদারি করবে পোষা কুকুরের মত। এতদিন পুলিশের নাকের ডগা দিয়ে মহিলাদের পার্টি অফিসে নিয়ে গিয়ে ফুর্তি করা হলো। পুলিশ কেন এফআইআর করেনি? পুলিশ শাহজাহানের জুতো বয়ে নিয়ে যেত।

(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)

তিনি আরও বলেন, বর্ধমান-দুর্গাপুরেও বহু দাগি অপরাধী রয়েছে। তারা জামিন নেয়নি। তাও পুলিশ ওদের গায়ে হাত দেয় না। মমতা ব্যানার্জি বলেছিলেন চাকরি চুরি হয়নি, সন্দেশখালিতে কোনও ঘটনা ঘটেনি! কিন্তু আদালত কী বলছে? হাজার হাজার মহিলা রাস্তায় দাঁড়িয়ে জুতো চপ্পল নিয়ে তাদের তাড়া করেছেন। তেমন দিন রাজ্য জুড়ে ছড়িয়ে যাবে। প্রসঙ্গত, সন্দেশখালির ভাইরাল ভিডিও কাণ্ডে বিজেপি প্রার্থী রেখা পাত্র সহ ১১ জন বিজেপি নেতার বিরুদ্ধে এফআইআর করেছে তৃণমূল। বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!