দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১৫ মার্চ ২০২৪: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার পাণ্ডবেশ্বর থেকে কলকাতা সরকারি বাস পরিষেবার সূচনা হল শুক্রবার। পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী পরিষেবার উদ্বোধন করেন। তিনি জানান, প্রতিদিন সকাল সাতটায় বাসটি পান্ডবেশ্বরের ফুলবাগান মোড় থেকে ছাড়বে। ঝাঁঝরা, সরপি, উখড়া, অন্ডাল হয়ে কলকাতা যাবে। বিকেল চারটের সময় কলকাতা থেকে ছাড়বে এবং পাণ্ডবেশ্বরের দিকে রওনা দেবে।
( Dr. BC Roy Engineering College & Group of Instutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। যোগাযোগ- 933927844, 9832131164, 9932245570, 9434250472)
এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিডিও বৃষ্টি হাজরা। পাণ্ডবেশ্বর থেকে কলকাতা যাওয়ার এই বাস পরিষেবা শুরু হওয়াই খুশি পাণ্ডবেশ্বরের বাসিন্দারা। তারা জানান, সরাসরি ট্রেনে করে যাওয়ার বিশেষ সুবিধা না থাকায় এই বাস পরিষেবা তাঁদের কাজে লাগবে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।