দুর্গাপুরের কুমারমঙ্গলম পার্কে ছট পুজোর এলাহি প্রস্তুতি, পরিদর্শনে জেলাশাসক

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর: বৃহস্পতিবার এবং শুক্রবার ছট পুজো। বুধবার জেলাশাসক পন্নামবলম এস দুর্গাপুরের ডিএসপি টাউনশিপের কুমারমঙ্গলম পার্কের ছটঘাট পরিদর্শন করেন। ছিলেন মহকুমাশাসক সৌরভ চট্টোপাধ্যায়, নগর নিগমের কমিশনার আবুল কালাম আজাদ ইসলাম, প্রশাসকমন্ডলীর সদস্য ধর্মেন্দ্র যাদব, সমাজসেবী পঙ্কজ রায় সরকার প্রমুখ। পার্কের লেকে প্রায় ৭৫০ টি ছট পুজোর ঘাট তৈরি করা হয়েছে। উৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে সব ধরণের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলাশাসক।

(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472) 

জেলাশাসক বলেন, “সমস্ত রকম ভাবে তৎপরতা শুরু হয়েছে। দুর্গাপুর জুড়ে মোট ৫৯টি ছট ঘাট রয়েছে। সমস্ত ঘাটের প্রস্তুতি শেষ পর্যায়ে। বৃহস্পতিবার এবং শুক্রবার নজরদারি চালাবে বিপর্যয় মোকাবেলা দফতর, দমকল এবং প্রশাসনিক আধিকারিকরা। অপ্রীতিকর ঘটনা এড়াতে সিসি ক্যামেরাতেও চালানো হবে নজরদারি।” প্রশাসক মন্ডলীর সদস্য তথা ছট সমন্বয় কমিটির সভাপতি ধর্মেন্দ্র যাদব বলেন, “এতদিন ছট পুজো হয়েছে। কিন্তু এই বছর ছট পুজোর দিন দুর্গাপুরের মানুষ পার্থক্য বুঝতে পারবেন। আলোকসজ্জ্বার পাশাপাশি নানা সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। মানুষের যাতে কোনও সমস্যা না হয় সেদিকে সদা নজদারি চলবে।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

দুর্গাপুরের কুমারমঙ্গলম পার্কে ছট পুজোর এলাহি প্রস্তুতি, পরিদর্শনে জেলাশাসক
দুর্গাপুরের কুমারমঙ্গলম পার্কে ছট পুজোর এলাহি প্রস্তুতি, পরিদর্শনে জেলাশাসক
বৃহস্পতিবার এবং শুক্রবার ছট পুজো। বুধবার জেলাশাসক পন্নামবলম এস দুর্গাপুরের ডিএসপি টাউনশিপের কুমারমঙ্গলম পার্কের ছটঘাট পরিদর্শন করেন।
Published By
Durgapur Darpan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!