দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: আর জি করের নৃশংস ঘটনার প্রতিবাদে পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরে ফের রাস্তায় নামলেন চিকিৎসক থেকে সাধারণ মানুষ। হল প্রতিবাদ মিছিল। হল মানববন্ধন। যতদিন না বিচার মিলছে, ততদিন পর্যন্ত ধারাবাহিকভাবে আন্দোলন চলবে বলে জানিয়ে দিলেন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের দুর্গাপুর শাখার সম্পাদক ডা. নীলাদ্রি সেন।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
বুধবার বিকালে দুর্গাপুরের সিটি সেন্টারের চতুরঙ্গ ময়দান থেকে শুরু হয় প্রতিবাদ মিছিল। শেষ হয় সিটি সেন্টারে জাতীয় সড়ক সংলগ্ন একটি শপিংমলের সামনে। ডা. নীলাদ্রি সেন বলেন, “আমরা রাস্তাতেই আছি। যতদিন না পর্যন্ত তিলোত্তমার বিচার হচ্ছে আমরা ততদিন পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব। আজ রাতে আলো নিভিয়ে মোমবাতি ও প্রদীপ জ্বালিয়ে প্রতিবাদ করব। সকল মানুষকে একজোট হওয়ার বার্তা দেওয়া হচ্ছে।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।