দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২৬ ডিসেম্বর ২০২৩: পানাগড়-দুবরাজপুর রাজ্য সড়কে দুর্ঘটনার কবলে কৃষি দফতরের গাড়ি। জখম চালক ও দুই আধিকারিক। মঙ্গলবার দুপুরে কৃষি দফতরের গাড়িতে করে কাঁকসার বিলপাড়া এলাকায় দুয়ারে সরকার ক্যাম্পে যাচ্ছিলেন কাঁকসার কৃষি দফতরের দুই আধিকারিক।
তখনই রাজ্য সড়কের এগারো মাইলের কাছে প্রবল গতিতে এসে একটি ডাম্পার গাড়িতে ধাক্কা মারে। দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ ব্যহত হয় যান চলাচল। কাঁকসা থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ডাম্পারটির সন্ধানে তল্লাশি শুরু করেছে পুলিশ। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
WhatsApp Group
Join Now