কীর্তি আজাদ জয়ী হওয়ায় দুর্গাপুর আদালতের আইনজীবীদের বিজয়োল্লাসে
দুর্গাপুর দর্পণ, ৫ জুন ২০২৪: বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ জয়ী হওয়ায় দুর্গাপুর আদালতের আইনজীবীদের একাংশ বুধবার বিজয়োল্লাসে মেতে ওঠেন আদালত চত্বরে। আইনজীবী দেবব্রত সাঁই, কল্লোল ঘোষ, মনোজ চন্দের নেতৃত্বে চলে বিজয় মিছিল। সবুজ আবির খেলায় মেতে ওঠেন তাঁরা। কল্লোল বলেন, বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে তৃণমূলের জয়ে আমরা খুশি। তাই বিজয় মিছিল করছি।
( রাজেন্দ্র একাডেমি ফর টিচার্স এডুকেশন। NAAC স্বীকৃত শিক্ষক প্রশিক্ষণের সেরা প্রতিষ্ঠান। যোগাযোগ- 8170031466)
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।