প্রতিদিন রাত ৮টায় দুর্গাপুর থেকে একটি এবং দীঘা থেকে একটি বাস ছাড়বে।
——————————————-
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২৮ নভেম্বর ২০২৩: আগামী ১ ডিসেম্বর থেকে চালু হচ্ছে দুর্গাপুর-দীঘা সরকারি বাস পরিষেবা। প্রতিদিন রাত ৮টায় দুর্গাপুর থেকে একটি এবং দীঘা থেকে একটি বাস ছাড়বে। সোমবার দুর্গাপুরের সিটি সেন্টার বাসস্ট্যান্ডে এই বাস পরিষেবার সূচনা হয়। ছিলেন পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের চেয়ারম্যান সুভাষ মন্ডল, পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, দুর্গাপুর পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান অনিন্দিতা মুখোপাধ্যায় প্রমুখ। এর ফলে কম খরচে দীঘা ভ্রমণ করা সম্ভব হবে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।