দুর্গাপুর সরকারি কলেজের সঙ্গে ঐতিহাসিক মউ করল Dr. B. C. Roy Polytechnic কলেজ

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

পড়ুয়াদের স্বার্থে এভাবে একটি সরকারি এবং একটি বেসরকারি কলেজ একসঙ্গে কাজ করার উদ্যোগ নিয়েছে, এটা সত্যিই অভিনব। 

——————————————-

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১৩ এপ্রিল ২০২৪: দুর্গাপুর সরকারি কলেজের সঙ্গে ঐতিহাসিক মউ সাক্ষর করল দুর্গাপুরের Dr. B. C. Roy Polytechnic (BCRP) কলেজ। এই চুক্তির ফলে দুই কলেজের মধ্যে গবেষণা ও অ্যাকাডেমিক বিনিময় হবে। গত ৯ এপ্রিল এই চুক্তি সাক্ষর অনুষ্ঠান আয়োজিত হয়। 

Dr. B. C. Roy Society এর সাধারণ সম্পাদক তরুণ ভট্টাচার্য, Dr. B. C. Roy Group of Institutions এর মুখ্য পরামর্শদাতা ডঃ সৈকত মৈত্রের উপস্থিতিতে দুর্গাপুর সরকারি কলেজের অধ্যক্ষ ডঃ দেবনাথ পালিত এবং BCRP কলেজের অধ্যক্ষ ডঃ চন্দন কুমার ঘোষ মউ সাক্ষর করেন। তাঁরা দুজনেই আশা প্রকাশ করেন, এই মউ এর সুফল দীর্ঘমেয়াদী ভাবে দুই কলেজের পড়ুয়ারাই ভোগ করবে। চুক্তিতে সাক্ষী হিসাবে সাক্ষর করেন ভারত সরকারের DBT Star College Scheme এবং NAAC এর কো-অর্ডিনেটর ডঃ নন্দিতা আচার্যি এবং BCRP এর সহকারী রেজিস্ট্রার শক্তি সরকার। এছাড়া দুই কলেজের অন্যান্য আধিকারিকেরাও উপস্থিত ছিলেন। 

( Dr. BC Roy Engineering College & Group of Instutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। যোগাযোগ- 933927844, 9832131164, 9932245570, 9434250472) 

ডঃ সৈকত মৈত্র বলেন, পড়ুয়াদের স্বার্থে এভাবে একটি সরকারি এবং একটি বেসরকারি কলেজ একসঙ্গে কাজ করার উদ্যোগ নিয়েছে, এটা সত্যিই অভিনব। আমাদের দেশকে আত্মনির্ভর করে তুলতে উচ্চশিক্ষার প্রতিষ্ঠানগুলিকে উদ্যোগী হতে হবে। পড়ুয়াদের এমনভাবে গড়ে তুলতে হবে যাতে তারা চাকরিপ্রার্থী নয়, চাকরিদাতা তৈরি হয়। সমস্যাগুলিকে কীভাবে সুযোগে রূপান্তর করা যায় সেদিকে সব সময় নজর দিতে হবে। পড়ুয়ারা কারিগরি জ্ঞান ব্যবহার করে আমাদের বিশাল প্রাকৃতিক সম্ভার কাজে লাগিয়ে কীভাবে স্টার্ট আপ গড়ে তুলতে পারে, সে বিষয়ে তাদের অনুপ্রাণিত করে তুলতে হবে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!