দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১৬ জুলাই ২০২৪:মন্দারমনি বেড়াতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের দুই যুবকের। এখনও নিখোঁজ আর এক যুবক। রবিবার রাতে দুর্গাপুর থেকে ৬ বন্ধু মন্দারমনির উদ্দেশ্যে রওনা দিয়েছিল। সোমবার সকালে মন্দারমনির গোল্ডেন বিচ রিসর্ট হোটেলে ওঠেন তাঁরা। মঙ্গলবার সকালে মন্দারমনির সমুদ্রে স্নান করতে নামেন তাঁরা। তখনই তলিয়ে যান ৩ বন্ধু।
সঙ্গে সঙ্গেই তাঁদের উদ্ধার করতে ঝাঁপিয়ে পড়েন নুলিয়ারা। আসে পুলিশ। উদ্ধার হয় দুটি দেহ। পুলিশ জানিয়েছে, মৃতরা হলেন ডিএসপি টাউনশিপের এসএন বোস রোড এলাকার বাসিন্দা সমর চক্রবর্তী (৩৫) ও ভিরিঙ্গি ধর্মরাজতলা এলাকার বাসিন্দা কৌশিক মন্ডল (৩২)। ঋত্বিক বড়াই নামের আরও এক যুবক এখনও নিখোঁজ রয়েছেন। নিখোঁজ ব্যক্তির তল্লাশিতে স্পিডবোর্ড নামানো হয়েছে বলে মান্দারমনি থানা সূত্রে জানা গিয়েছে।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500 )
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতদের মধ্যে সমর চক্রবর্তী পেশায় একজন সেলসম্যান ছিলেন। কৌশিক মন্ডল বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন। স্থানীয় বাসিন্দা প্রভাসময় চ্যাটার্জি বলেন, “সমর এলাকায় খুব ভালো ছেলে হিসাবে পরিচিত ছিল। মন্দারমনি গিয়ে এমন মৃত্যু খুবই দুর্ভাগ্যের।” (উপরের ছবিটি সমর চক্রবর্তীর) (বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।