দুর্গাপুর দর্পণ, ১ জুন ২০২৪: শিক্ষার্থীদের প্রথাগত পড়াশোনার পাশাপাশি হাতের কাজ শিখে স্বনির্ভর করে তোলার উদ্যোগ নিয়েছে পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের রাজেন্দ্র একাডেমি ফর টিচার্স এডুকেশন (Rajendra Academy for Teachers’ Education)। সেজন্য Pidilite সংস্থার সঙ্গে একটি মউ (MOU) স্বাক্ষর করেছেন কলেজ কর্তৃপক্ষ। ওই সংস্থা শিক্ষার্থীদের হাতে কলমে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করছে। Pidilite সংস্থার তরফে বিশেষ করে মহিলাদের স্বনির্ভর করে তোলার জন্য হাতের কাজের প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। প্রশিক্ষণপ্রাপ্তরা স্বনির্ভর গোষ্ঠী গঠন করে বিভিন্ন সামগ্রী তৈরি করে আয় করে থাকেন। তাঁদের আর্থ সামাজিক পরিস্থিতি বদলে যায়। সংস্থার তরফে স্যানিটাইজার, কাঠের খেলনা, পাটের সামগ্রী, কাপড়ের ব্যাগ তৈরি সহ নানা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।( রাজেন্দ্র একাডেমি ফর টিচার্স এডুকেশন। NAAC স্বীকৃত শিক্ষক প্রশিক্ষণের সেরা প্রতিষ্ঠান। যোগাযোগ- 8170031466)
রাজেন্দ্র একাডেমি ফর টিচার্স এডুকেশন সূত্রে জানা গিয়েছে, শুধু পঠন-পাঠন নয়, পড়ুয়াদের সার্বিক উন্নতির জন্য সব সময় সচেষ্ট থাকেন কর্তৃপক্ষ। শ্রেণিকক্ষে হাতে-কলমে নানা রকম কাজ শেখানো হয়ে থাকে যা শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনে কাজে লাগবে। তেমনই কলেজ কর্তৃপক্ষ Pidilite সংস্থার সঙ্গে মউ স্বাক্ষর করেছেন। হাতের কাজের প্রশিক্ষণের সার্টিফিকেট কোর্সের ব্যবস্থা করা হয়েছে।
৩১ মে থেকে শুরু হয়েছে প্রশিক্ষণ। প্রশিক্ষণ শেষে দেওয়া হবে শংসাপত্র। শুধু পড়ুয়ারাই নন, প্রশিক্ষণ নেওয়ার জন্য নাম নথিভূক্ত করেছেন শিক্ষক-শিক্ষিকারাও। কলেজ কর্তৃপক্ষ জানিয়েছেন, ক্লে দিয়ে সামগ্রী তৈরি, জুয়েলারি, ফটো ফ্রেম তৈরি, ছাতায় পেন্টিং, বিভিন্ন ধরণের সেলাই, বাঁধনি-বুটিকের কাজ সহ নানা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে শিক্ষার্থীদের। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।