দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ৭ ফেব্রুয়ারি ২০২৪: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের বিধাননগরের পিসিবিএল কলোনিতে প্রতি বছর অভিনব বাগান প্রতিযোগিতার আয়োজন করা হয়ে থাকে। বুধবার সেই প্রতিযোগিতা হয়ে গেল। উপস্থিত ছিলেন দুর্গাপুরের ডিএফও অনুপম খান।
ওই কলোনিতে মোট ৪৬টি বাংলো রয়েছে। পিসিবিএলের কর্মী বা আধিকারিকেরা থাকেন সেই সব বাংলোয়। পরিবারের মহিলারা প্রতি বছর নিজেদের হাতে বাগান তৈরি করেন। কেউ ফুলের বাগান, কেউ সবজির বাগান গড়েন। সাহায্য করেন বাড়ির পুরুষেরা। এরপর সেই সব বাগান নিয়ে প্রতিযোগিতার আয়োজন করে থাকেন কারখানা কর্তৃপক্ষ।
উপস্থিত ছিলেন কারখানার আধিকারিক সঞ্জীব চৌধুরী। তিনি বলেন, প্রতিবছরের মতো এ’বছরও বাগান প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। কয়েক মাস ধরে মহিলারা আবাসনের ভেতরেই বিভিন্ন ফুল ও সবজির গাছ রোপন করে পরিচর্যা করেন। উৎসাহ দিতে পুরস্কার প্রদান করা হয়ে থাকে বিজয়ীদের। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।