দুর্গাপুর দর্পণ, আউশগ্রাম: সোমবার রাতে পূর্ব বর্ধমান জেলার (Purba Bardhaman) আউশগ্রামের কোটা এলাকায় একটি বিশালাকার ময়াল সাপ বের হয়। কোটা গ্রাম সংলগ্ন ডিভিসির সেচ নালার কাছে এদিন রাতে ময়াল সাপটিকে দেখতে পান স্থানীয় বাসিন্দারা। তাঁরা বন দফতরে খবর দেন। রাত সাড়ে ৯টা নাগাদ বনকর্মীরা ময়াল সাপটিকে উদ্ধার করেন। ঘটনায় আতঙ্ক ছড়ায় এলাকায়।
( BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
বন দফতর সূত্রে জানা গিয়েছে, বনবিভাগের খান্ডারী বিটের বনকর্মীরা ময়াল সাপটিকে উদ্ধার করেন। সাপটির ওজন প্রায় ১২ কেজি। লম্বায় সেটি প্রায় ৮ ফুট। সম্ভবত সাপটি খাবারের খোঁজে বেরিয়েছিল। এটি ইন্ডিয়ান পাইথন প্রজাতির সাপ। আউশগ্রাম এলাকায় এই ধরণের সাপ মাঝে মাঝেই দেখা যায়। আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানিয়েছে বন দফতর। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।