দুর্গাপুর দর্পণ ডেস্ক, ২৫ এপ্রিল ২০২৪: ‘এখন বাংলাদেশকে দেখে লজ্জা লাগে’। পাকিস্তানি ব্যবসায়ীদের এক সভায় এমনই চাঞ্চল্যকর মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। গত দুবছর ধরে কার্যত ধুঁকছে পাকিস্তানের (Pakistan) অর্থনীতি। জেরবার সেদেশের আমজনতা। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার ব্যবসায়ীদের সঙ্গে একটি আলোচনায় পাক প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রসঙ্গ তোলেন।
( Dr. BC Roy Engineering College & Group of Instutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। যোগাযোগ- 933927844, 9832131164, 9932245570, 9434250472)
তিনি বলেন, ‘‘ছোট থেকে শুনতাম, পূর্ব পাকিস্তান হল আমাদের কাঁধে চাপিয়ে দেওয়া একটা বোঝা। কিন্তু আজ দেখুন, সেই বোঝা কোথায় পৌঁছে গিয়েছে। শিল্প থেকে অর্থনীতি, সব ক্ষেত্রেই ব্যাপক উন্নতি করেছে বাংলাদেশ। আজ যখন ওদের দিকে দেখি তখন পাকিস্তানের কথা ভেবে লজ্জা লাগে।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।