দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: দিল্লির এক ব্যবসায়ীর এক কোটি এক লক্ষ টাকা লুঠের অভিযোগের ঘটনায় এখন পর্যন্ত মোট ৯জনকে গ্রেফতার করেছে দুর্গাপুর থানার পুলিশ। গত ৫ সেপ্টেম্বর আসানসোল থেকে কলকাতা যাওয়ার পথে দুর্গাপুরে পিয়ালা কালী বাড়ির কাছে ১৯ নম্বর জাতীয় সড়কে ক্রাইম ব্রাঞ্চের পুলিশ পরিচয় দিয়ে কয়েকজন দিল্লির ব্যবসায়ী মুকেশ চাওলাকে চমকে টাকার ব্যাগ লুঠ করে চম্পট দেয়।
তাঁর লিখিত অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নেমে দুর্গাপুর থানার পুলিশ গ্রেফতার করে দুর্গাপুর থানার এএসআই অসীম চক্রবর্তী, সিআইডির বম্ব স্কোয়াডের এএসআই চন্দন চৌধুরী, পুলিশের চাকরি থেকে বহিষ্কৃত অফিসার মৃত্যুঞ্জয় সরকার, দুর্গাপুরের রানা প্রতাপের আশীষ মার্কেটের বাসিন্দা সুভাষ শর্মা, উত্তরপ্রদেশের মোহনপুরের বাসিন্দা মনোজ কুমার সিং, দুর্গাপুরের ধান্ডাবাগের বাসিন্দা সুরজ কুমার রাম, পশ্চিম মেদিনীপুরের তমলুকের মধুসূদন বাগ, রূপনারায়ণপুরের মহাবীর কলোনির বাসিন্দা গৌতম চট্টোপাধ্যায় এবং রাঁচির সুখদেবনগর থানা এলাকার ইটভাটার মালিক অঙ্কিত কুমারকে।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
এরই মাঝে রূপনারায়ণপুরের দুই ব্যবসায়ীর বাড়িতেও হানা দেয় পুলিশ। তার মধ্যে অন্যতম পৃথ্বীরাজ জয়সওয়াল। তার বাড়ি থেকে বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধার হওয়ায় তার স্ত্রীকে গ্রেফতার করে পুলিশ। পৃথ্বীরাজ তখন থেকে পলাতক। বাড়িটি সিল করে দেয় পুলিশ। বুধবার দুর্গাপুর থেকে ফরেন্সিক দলকে নিয়ে পুলিশ যায় সেই বাড়িতে। তালা খুলে ভিতরে ঢুকে নমুনা সংগ্রহ করে ফরেন্সিক দল। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।