এভাবেই সূচনা হল নবীন বরণ উৎসব PRASTAVIKA 2K23 এর। প্রথম বর্ষের পড়ুয়াদের ভবিষ্যৎ জীবনের জন্য শুভেচ্ছাও জানালো তৃতীয় বর্ষের পড়ুয়ারা।
——————————————-
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ৪ ডিসেম্বর ২০২৩: তৃতীয় বর্ষের পড়ুয়ারা হাতে গোলাপ দিয়ে এবং নাচ-গানের মাধ্যমে স্বাগত জানালো প্রথম বর্ষের পড়ুয়াদের। গত ১ ডিসেম্বর পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের Dr. B. C. Roy Polytechnic (BCRP)-এ এভাবেই সূচনা হল নবীন বরণ উৎসব PRASTAVIKA 2K23 এর। প্রথম বর্ষের পড়ুয়াদের ভবিষ্যৎ জীবনের জন্য শুভেচ্ছাও জানালো তৃতীয় বর্ষের পড়ুয়ারা।
মঙ্গল দীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন কলেজের অধ্যক্ষ ডঃ চন্দন কুমার ঘোষ, রেজিস্ট্রার শক্তি সরকার, ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট অফিসার সঞ্জয় চট্টরাজ, পাবলিক রিলেশনস বিভাগের ম্যানেজার অমিতাভ ঘোষ প্রমুখ।
অধ্যক্ষ ডঃ চন্দন কুমার ঘোষ কলেজে প্রথম বর্ষের পড়ুয়াদের স্বাগত জানান। ভবিষ্যতের সেরা টেকনোক্রাট হিসাবে নিজেদের গড়ে তুলতে মন দিয়ে পড়াশোনা করার পরামর্শ দেন। নতুন-পুরনো পড়ুয়াদের সমন্বয়ে অনুষ্ঠানের উষ্ণ পরিবেশ উপভোগ করেন উপস্থিত সবাই। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।