“Q-RIOSITY” কুইজ প্রতিযোগিতায় মাতল BCREC এর প্রথম বর্ষের পড়ুয়ারা

গত ৩০ নভেম্বর কম্পিউটার সায়েন্স স্টুডেন্ট সোসাইটি এই প্রতিযোগিতার আয়োজন করেছিল।

——————————————-

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ৬ ডিসেম্বর ২০২৩:  পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের Dr. B. C. Roy Engineering College (BCREC) এ আয়োজিত হল “Q-RIOSITY” কুইজ প্রতিযোগিতা। গত ৩০ নভেম্বর কম্পিউটার সায়েন্স স্টুডেন্ট সোসাইটি এই প্রতিযোগিতার আয়োজন করেছিল।

প্রথম বর্ষের বিভিন্ন শাখার প্রতিনিধিত্বকারী মোট ৪০টি দল এই বুদ্ধিবৃত্তিক ইভেন্টে উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেছিল। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন BCREC এর অধ্যক্ষ ডঃ সঞ্জয় এস পাওয়ার। 

প্রসঙ্গত, এই ইভেন্টটি পড়ুয়াদের প্রতিভা বিকাশের মঞ্চ হিসাবে খুবই কার্যকরী। প্রতিযোগিতামূলক কিন্তু সমৃদ্ধ শিক্ষাগত অভিজ্ঞতায় সমৃদ্ধ এই মঞ্চ পড়ুয়াদের বিশেষ অভিজ্ঞতা প্রদান করে থাকে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

Leave a Comment

error: Content is protected !!
mission hospital advt