বেসরকারি উদ্যোগে দুর্গাপুর মহকুমা হাসপাতালের আরও উন্নয়ন

দুর্গাপুর: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুর মহকুমা হাসপাতালে প্রসূতি বিভাগে বেসরকারি উদ্যোগে বাড়লো শয্যার সংখ্যা। উদ্বোধন করলেন রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার, পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তথা দুর্গাপুর মহকুমা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কবি দত্ত, মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায়, হাসপাতালের সুপার ডা. ধীমান মন্ডল সহ প্রশাসনের আধিকারিকরা।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
পাশাপাশি মহিলা বিভাগের সম্প্রসারণের কাজের শিলান্যাসও হল শনিবার। একটি বেসরকারি সংস্থা নিজেদের সিএসআর প্রকল্পে এই কাজ করবে। মন্ত্রী বলেন, “দুর্গাপুর মহকুমা হাসপাতালের প্রসূতি বিভাগে ছিল ৬৫টি শয্যা। সমস্যায় পড়তে হতো প্রসূতিদের। সমস্যার কথা মাথায় রেখে দুর্গাপুরের একটি শিল্প গোষ্ঠী এগিয়ে এসেছে। তারা আরও ১০টি শয্যা দিল। এখন বেড়ে শয্যা সংখ্যা ৭৫ হয়ে গেল ওই বিভাগে।” রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কবি দত্ত বলেন, “আগামী কয়েক মাসের মধ্যে জেলা হাসপাতালগুলির মত এই হাসপাতালেও ব্লাড কম্পোনেন্ট সেপারেশন ইউনিট তৈরি করা হবে বলে আমাদের আশা।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
