দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ৬ এপ্রিল ২০২৪: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) অন্ডালের উখড়ায় গরম পড়তেই চেনা ছবি। শুরু হয়েছে পানীয় জলের সংকট। পানীয় জলের দাবিতে শনিবার শ্যামসুন্দরপুর কোলিয়ারির মূল প্রবেশদ্বার বন্ধ করে বিক্ষোভে নামলেন এলাকাবাসী। বিক্ষোভের জেরে আটকে গেল কোলিয়ারির পরিবহণ। ব্যাপক উত্তেজনা এলাকায়।
বিক্ষোভকারী অনিল বার্নওয়াল অভিযোগ তোলেন, প্রতিবছরই খনি এলাকার বাসিন্দাদের তীব্র পানীয় জলের সংকটের মুখে পড়তে হয়। একাধিকবার ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেডের আধিকারিকদের কাছে অভিযোগ জানানোর পরেও সুরাহা মেলেনি। চৈত্রেই তীব্র পানীয় জলের সমস্যার মুখে পড়তে হয়েছে তাঁদের। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, অপরিকল্পিতভাবে খনির কাজ হওয়ার জন্য পানীয় জলের সমস্যা দেখা দিচ্ছে। পানীয় জল দেওয়ার দায়িত্ব ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের। কিন্তু তা হচ্ছে না বলেই উখড়া পঞ্চায়েতের প্রধানের নেতৃত্বে এই বিক্ষোভ চলছে। দ্রুত পানীয় জল পরিষেবা স্বাভাবিক করার দাবি তোলেন তিনি। তীব্র কটাক্ষ করেছেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই। তিনি বলেন, পানীয় জল পরিষেবা পৌঁছানোর দায়িত্ব প্রধানের, পঞ্চায়েত সমিতির, জেলা পরিষদের। সে কাজ করতে না পেরে অন্যের ঘাড়ে দায় চাপিয়ে লাভ হবে না। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)
#watercrisis