দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১১ জুলাই ২০২৪: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি জমি থেকে জবরদখল হঠানোর নির্দেশ দিয়েছেন। পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের সিটি সেন্টারে উচ্ছেদ অভিযান শুরু করেছে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ। বৃহস্পতিবার পুরসভার ট্রেড লাইসেন্স থাকা সত্বেও বেশ কয়েকটি দোকান ভেঙে দেওয়া হয়। প্রতিবাদে বিক্ষোভও করেন হকাররা।
( রাজেন্দ্র একাডেমি ফর টিচার্স এডুকেশন। NAAC স্বীকৃত শিক্ষক প্রশিক্ষণের সেরা প্রতিষ্ঠান। যোগাযোগ- 8170031466)
অথচ সিটি সেন্টারেরই বেঙ্গল অম্বুজা সংলগ্ন আম্বেদকর সরণিতে সরকারি জমি বহাল তবিয়তে ব্যবহার করা হচ্ছে পুরোনো গাড়ি কেনাবেচার পার্কিং হিসাবে। আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের দ্বিচারিতা নিয়ে প্রশ্ন তুলছেন উচ্ছেদ হওয়া হকাররা। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন কোনও অবৈধ পার্কিং বরদাস্ত করা হবে না। কিন্তু হকারদের উচ্ছেদ করতে হবে মানবিকভাবে। অথচ এর উল্টো ছবি দেখা যাচ্ছে দুর্গাপুরে, এমনটাই দাবি তাঁদের। (বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।