দুর্গাপুর দর্পণ, লাউদোহা, ২৫ জুলাই ২০২৪: ইসিএল এর অবসরপ্রাপ্ত কর্মীর ঘরে তালা ভেঙে সোনার গহনা সহ নগদ টাকা চুরির ঘটনা ঘটেছে। পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুর-ফরিদপুর ব্লকের চন্দ্রডাঙ্গা ঘোষ পাড়ার ঘটনা। স্থানীয় বাসিন্দা পাঁচু গোপাল ঘোষের তালা বন্ধ বাড়িতে চুরি হয়েছে বলে জানা গিয়েছে। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে।
পাঁচুগোপালবাবু ইসিএল এর অবসরপ্রাপ্ত কর্মী। গত দুই দিন আগে তিনি বাড়ি তালাবন্ধ রেখে ছেলের বাড়ি ঝাঁঝরা কলোনির ইসিএল এর আবাসনে গিয়েছিলেন। ছেলে মিঠুন ঘোষ ইসিএল কর্মী। পুত্রবধূর শারীরিক অসুস্থতার খবর নিতে সস্ত্রীক ছেলের বাড়িতে গিয়েছিলেন পাঁচুগোপালবাবু। শুক্রবার সকালে গ্রামের বাড়িতে ফিরে এসে দেখেন সদর দরজার তালা যেমন ছিল তেমনই আছে। কিন্তু ভেতরের ঘরের সমস্ত দরজার তালা ভাঙ্গা। সমস্ত আলমারি ভাঙ্গা, লন্ডভন্ড আসবাবপত্র চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে।
( BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
মিঠুন ঘোষ জানান, বাড়িতে ছিল নগদ প্রায় ৩ লক্ষ টাকা। এর পাশাপাশি ছিল ৩০ লক্ষ টাকার মতো সোনার গহনা। ফরিদপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এত নগদ টাকা এবং বিপুল পরিমাণ সোনার গহনা বাড়িতে রেখে কোন ভরসায় বাড়ি ছেড়ে দুইদিন ছেলের বাড়িতে ছিলেন, সেটা নিয়ে চর্চা করছেন পাড়ার লোকজন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এলাকাবাসী জানিয়েছেন, এর আগেও এমন তালা বন্ধ বাড়িতে চুরির একাধিক ঘটনা ঘটেছে। কিন্তু কোনও কিনারা হয়নি। (বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।