প্লাস্টিক রুখতে গোপালপুর গ্রাম পঞ্চায়েতের অভিনব উদ্যোগ

দুর্গাপুর: প্লাস্টিক রুখতে অভিনব উদ্যোগ নিয়েছে কাঁকসার গোপালপুর গ্রাম পঞ্চায়েত। স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে তৈরি কাপড়ের ব্যাগ দেওয়া হচ্ছে বাড়ি বাড়ি। পঞ্চায়েতের এই উদ্যোগে খুশি এলাকাবাসী। প্লাস্টিক বন্ধে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ ও প্রশাসনের নিষেধাজ্ঞা সত্বেও প্লাস্টিক ব্যবহার বন্ধ হচ্ছে না। গোপালপুর গ্রাম পঞ্চায়েত সচেতনতা গড়ে তোলার পাশাপাশি এবার স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতের তৈরি ব্যাগ পৌঁছে দিচ্ছে বাড়িতে বাড়িতে। প্লাস্টিকের বদলে কাপড়ের ব্যাগ নিয়ে বাজারে যেতে বলা হচ্ছে।
গোপালপুর গ্রাম পঞ্চায়েতের মা মাটি মানুষ সংঘের অধীনে রয়েছে ৪৫৪ টি স্বনির্ভর গোষ্ঠী। তারাই পুরনো কাপড় সংগ্রহ করে এই ব্যাগগুলি তৈরি করছে। এরপর গোপালপুর গ্রাম পঞ্চায়েত পাড়ায় পাড়ায় বিতরণ করছে। ব্যাগ দেওয়া হচ্ছে বিনামূল্যে। গোষ্ঠীর পক্ষ থেকে মাধবী সরকার বলেন, “প্রাথমিক পর্যায়ের কাজ শুরু হয়েছে। আমরা সবাই মিলে এই ব্যাগগুলি তৈরি করছি। এখন বিনামূল্যেই দেওয়া হচ্ছে। চাহিদা বাড়লে অল্প কিছু টাকা নিয়ে পরবর্তীকালে ব্যাগগুলি বিক্রি করা হবে। তাতে পরিবেশও বাঁচবে, আমাদেরও কিছু আয় হবে।”
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
গোপালপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রীনন্দা রায় মহান্তি ও উপপ্রধান গণেশ মণ্ডল বলেন, “আমরা পাড়ায় পাড়ায় মিছিল করি। মানুষকে প্লাস্টিক ব্যবহার করতে বারণ করা হয়। অপ্রয়োজনীয় জিনিস যত্রতত্র ফেলতেও নিষেধ করা হয়। আমরা সবাইকে অনুরোধ করছি বিনামূল্যে এই কাপড়ের ব্যাগ নিয়ে সেগুলি ব্যবহার করার জন্য। পরিবেশ বাঁচবে। স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের পাশে আমরা আছি।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
