দুর্গাপুরে কড়া হুঁশিয়ারি দিলেন আইএনটিটিইউসি রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়

দুর্গাপুরে কড়া হুঁশিয়ারি দিলেন আইএনটিটিইউসি রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: “কর্মসংস্থান পোর্টাল চালু হওয়ায় তৃণমূলের বেশ কিছু লোক ঝান্ডা নিয়ে প্রতিবাদ করেছিল। তার মানে ঢিলটা ঠিক জায়গায় লেগেছিল।” তৃণমূলের শ্রমিক সংগঠনের একাংশকে এভাবেই নিশানা করলেন রাজ্যের তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।

বৃহস্পতিবার বিকেলে পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের সিধু কানহু ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূল শ্রমিক সংগঠনের কার্যালয়ে নবনিযুক্ত দুর্গাপুরের তৃণমূল শ্রমিক সংগঠনের কোর কমিটির সদস্যদের নিয়ে বৈঠক করেন তিনি। ছিলেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, “তৃণমূল শ্রমিক সংগঠনের কোর কমিটি এবার দুর্গাপুরের শ্রমিক সংগঠন পরিচালনা করবে। মাসে তিনবার করে বৈঠক হবে। শ্রমিকরা যাতে সঠিক সুযোগ-সুবিধা পায় সেদিকে বিশেষ নজরদারি চালানো হবে। কারখানা কর্তৃপক্ষের কাজে হস্তক্ষেপ করতে পারবে না শ্রমিক সংগঠন। কারখানায় যা লোক নিয়োগ করা হবে সবই কর্মসংস্থান পোর্টালের মাধ্যমে। কারখানা কর্তৃপক্ষকেও জানানো হবে, কোর কমিটির যদি কোন সদস্য কোন অনৈতিক দাবি করে তাহলে আমাকে সরাসরি জানানোর জন্য।”

(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)

কোর কমিটির একাধিক সদস্য ঠিকাদারির সাথে জড়িত, এমন অভিযোগ তুলে তৃণমূল শ্রমিক সংগঠনের কেউ কেউ সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন। সেই প্রসঙ্গে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, “যদি কোন নির্দিষ্ট অভিযোগ আমার কাছে আসে তাহলে ব্যবস্থা গ্রহণ করা হবে। কারো যদি কোন অভিযোগ জানানোর থাকে তাহলে আমাদের হেল্পলাইন নম্বারে নির্দিষ্ট অভিযোগ জানাতে পারবেন।” জেলা কংগ্রেসের সভাপতি দেবেশ চক্রবর্তী কটাক্ষ করে বলেন, “আগে দু-এক জন টাকা তুলতো ঠিকাদারদের কাছ থেকে। সেটাই আরও প্রসারিত হলো। এখন ১১ জন মিলে টাকা তুলবে। এর বাইরে দুর্গাপুরের বেকারদের, দুর্গাপুরের শ্রমিকদের কোন উন্নতি হবে বলে আমাদের মনে হয় না।”  ( বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )

Highlight
দুর্গাপুরে কড়া হুঁশিয়ারি দিলেন আইএনটিটিইউসি রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
News
দুর্গাপুরে কড়া হুঁশিয়ারি দিলেন আইএনটিটিইউসি রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
:
কারখানা কর্তৃপক্ষের কাজে হস্তক্ষেপ করতে পারবে না শ্রমিক সংগঠন। কারখানায় যা লোক নিয়োগ করা হবে সবই কর্মসংস্থান পোর্টালের মাধ্যমে। কারখানা কর্তৃপক্ষকেও জানানো হবে, কোর কমিটির যদি কোন সদস্য কোন অনৈতিক দাবি করে তাহলে আমাকে সরাসরি জানানোর জন্য।"
Published By
Durgapur Darpan
error: Content is protected !!