Durgapur: নেতাদের দুর্নীতির জন্যই কাজ হারিয়েছেন তাঁরা! বিক্ষোভে আইএনটিটিইউসি

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর, ১৮ এপ্রিল ২০২৪: তৃণমূল নেতাদেরই একাংশ ঠিকাদারদের কাছে কাটমানি চাইছেন। এমন অভিযোগ তুলেছে শাসক দলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি। এর জেরেই কাজ চলে গিয়েছে বলে অভিযোগ তুলেছেন তাঁরা। অবিলম্বে কাজে পুনর্বহালের দাবিও জানিয়েছেন তাঁরা। দুর্গাপুরের রাষ্ট্রায়ত্ত গ্যাস সংস্থার বটলিং প্ল্যান্টের গেটের সামনে বৃহস্পতিবার হাতে প্লাকার্ড নিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন আইএনটিটিইউসি নেতৃত্ব। তবে সুর চড়িয়েছে বিরোধীরা।

এতদিন বিরোধীরা শাসকদলের বিরুদ্ধে কাটমানির অভিযোগ তুলে সরব হতো। এবার লোকসভা ভোটের প্রাক্কালে শাসক দলের শ্রমিক সংগঠনের সদস্য সমর্থকেরাই তাঁদের কাজ চলে যাওয়ার জন্য দলীয় নেতৃত্বের একাংশর বিরুদ্ধে ঠিকাদারের উপর জুলুমবাজি ও কাটমানি চাওয়ার অভিযোগ এনে কাজ ফিরে পাওয়ার দাবিতে প্ল্যান্ট গেটের সামনে ধর্নায় বসলেন। তাঁদের দাবি, কেউ পাঁচ বছর,কেউ সাত বছর ধরে কাজ করছিলেন এসটিএফ বিভাগে। মাস ছয়েক হল তাঁদের কাজ চলে গিয়েছে। বারবার কর্তৃপক্ষ ও দলের নেতাদের বলার পরও কাজ না হওয়ায় আজ থেকে প্লান্টের গেটের সামনে ধারাবাহিক আন্দোলন শুরু করলেন ৩০ জন অস্থায়ী কর্মী। তাঁরা সবাই নিজেদের আইএনটিটিইউসি সদস্য সমর্থক বলে দাবি করেন।

তাঁদের অভিযোগ, গত ফেব্রুয়ারি মাসে টেন্ডার হয়ে গিয়েছে কাজের। ঠিকাদার দায়িত্ব বুঝেও নিয়েছেন। কিন্তু দলের শ্রমিক নেতৃত্বের একাংশ ওই ঠিকাদারের কাছে কাটমানি চেয়েছেন। সেই ভয়ে ঠিকাদার আসতে চাইছেন না। অন্যদিকে প্লান্ট কর্তৃপক্ষ বলছেন, যতক্ষণ না ঠিকাদার তাঁদেরকে লিখিত নামের তালিকা দিচ্ছেন, ততক্ষণ তাঁরা ঢুকতে দেবেন না তাঁদের। দুইয়ের মাঝে পড়ে কাজ হারিয়ে কীভাবে সংসার চলবে জানেন না তাঁরা।

কারওর পদলেহন করে এঁরা কাজে ঢুকেছিলেন। সমস্যাটা দলের কাছে না বলে কেন মিডিয়াকে বলতে গেলেন, প্রশ্ন আইএনটিটিইউসি নেতা কল্লোল ব্যানার্জির। তবে টাকা চাওয়ার অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন তিনি। তবে বিরোধীদের বক্তব্য, যে অভিযোগ তাঁরা তুলে আন্দোলন করতেন, শাসক দলের শ্রমিক সংগঠনের একাংশই এখন একই অভিযোগ তুলছেন। সুতরাং অভিযোগের সত্যতা প্রমাণিত হয়ে গেল। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!